রহমত নিউজ 23 May, 2025 02:04 PM
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ হাটহাজারী জামিয়া শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় পরবর্তীতে ১৫ সদস্য বিশিষ্ট হাটহাজারী জামিয়া শাখার একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
বৃহস্পতিবার (২২ মে) বাদ মাগরিব হাটহাজারী জেলা কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
হাটহাজারী জামিয়া শাখার আহ্বায়ক শহিদুল্লাহ শাহীনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর সাইফের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা এরশাদ বিন জালাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানী।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা দ্বীন মুহাম্মদ রব্বানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ইরফান রহমানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ফটিকছড়ি থানার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব।
এতে সভাপতি শহীদুল্লাহ শাহীন, সহ-সভাপতি জাহাঙ্গীর সাইফ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাহিদ, সহ-সাধারণ সম্পাদক ওলিউল্লাহ মুজাক্কির, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক জাহিদ আনোয়ার, প্রচার সম্পাদক শিহাব হোসাইন, দপ্তর সম্পাদক ইমরান আল ফারাবী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সজীব মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ উসামা, পাঠাগার ও সাহিত্য সম্পাদক জুনায়েদ আরশাদ, ছাত্র কল্যাণ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সিফাত হোসাইন, সদস্য হিসাবে ইয়াকুব, নাজিম উদ্দীন ও সাব্বির আহমদ নির্বাচিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি এরশাদ বিন জালালের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।